03/14/2025 জাতিসংঘকে ফুটেজ দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১ ২২:৩৫
জাতিসংঘের কাছে ফুটেজ দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত দেশটির।
যদিও ইতিপূর্বে হুমকি দিয়েছিল ইরান। এবার বাস্তবে সে পথেই হাঁটতে শুরু করল। দেশের পরমাণু কেন্দ্রগুলোর ফুটেজ জাতিসংঘের পরমাণু ওয়াচডগের হাতে দেওয়া বন্ধ করা হলো।খবর ডয়েচে ভেলের।
দেশটি জানিয়েছে, আমেরিকা তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে ফুটেজ আর দেওয়া হবে না। ইরানের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো।
গত কয়েক দিন ধরেই খবরের শিরোনামে ইরান। গত ২২ ফেব্রুয়ারি তারা জানায়, আমেরিকাকে যে তিন মাসের সময়সীমা দেওয়া হয়েছিল, তা শেষ হয়েছে।
ফলে পরমাণুর বিষয়ে বেশ কিছু পদক্ষেপ তারা নিতে চলেছে। বস্তুত তিন মাস আগে ইরানের পার্লামেন্টে একটি আইন প্রণয়ন হয়। তাতে দুটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল।
৪ শতাংশ ইউরেনিয়ামের জায়গায় ২০ শতাংশ ইউরেনিয়াম মজুদ করবে ইরান। পরমাণু অস্ত্র তৈরির জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা সাফ জানিয়েছে, দেশের পরমাণু কেন্দ্রগুলোতে জাতিসংঘের কোনো প্রতিনিধিকে ঢুকতে দেবে না। তাদের পরমাণু কেন্দ্রের ছবিও দেওয়া হবে না।
ইরানের শর্ত ছিল– তিন মাসের মধ্যে আমেরিকাকে পরমাণু চুক্তি নিয়ে পদক্ষেপ নিতে হবে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে।