04/20/2025 বাঘার ইউএনও শাহিন রেজার বিদায়ী সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, বাঘা
২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৩:১৯
রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিন রেজাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
বাঘা উপজেলা কারিগরি শিক্ষক কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে এটি অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও শাহিন রেজাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ সামরুল ইসলাম, অধ্যক্ষ বাবুল, অধ্যক্ষ মোজাম্মেল হক, সুপারিনটেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) ইজাবুল হক, মিরন, সহকারী শিক্ষক আসাদুল হক শিবলু, সাইদুল ইসলাম, শ্রী পরিমল প্রমুখ।
শাহিন রেজা ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর এ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন।
এসকে