3652

04/19/2025 নগরীতে আট জুয়াড়ি আটক

নগরীতে আট জুয়াড়ি আটক

রাজটাইমস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২১ ০০:১৯

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মিশন গেট এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা জুয়াড়িরা হল- নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার হায়দার আলী (৪৫), ডিঙ্গাডোবার মো. সেলিম (৪২), আব্দুস সালাম (৩৫), মোহর আলী (৩৮), জাকিউর রহমান ওরফে ডিগেন (৪০), মো. সুমন (৩৩), বহরমপুর এলাকার মো. হেলাল (৪২) এবং কাজীহাটা এলাকার মামুনুর রশিদ (৪০)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।

গোলাম রুহুল কুদ্দুস জানান, আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়। অভিযানে এদের কাছ থেকে নগদ ৫ হাজার ২৪৫ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]