366

05/17/2024 বাগমারায় নিখোঁজ কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

বাগমারায় নিখোঁজ কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

রাজটাইমস ডেস্ক

৪ আগস্ট ২০২০ ২২:০১

রাজশাহীর বাগমারা উপজেলায় সোমবার (০৩ আগস্ট) সড়ক দুর্ঘটনায় নিখোঁজ হওয়া কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার একটি ডোবা থেকে মরদহটি উদ্ধার করা হয়।  

উদ্ধারকৃত মৃতদেহটি রাজশাহীর বরেন্দ্র কলেজের একাদশ শ্রেণির ছাত্র আবু রায়হান (২০) বলে জানা গেছে। সে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের করখন্ড গ্রামের আবদুল মতিনের ছেলে।

উদ্ধারের পর তাকে কেশরহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সোমবার (০৩ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিখোঁজ হন আবু রায়হান।

প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার সন্ধ্যার উপজেলার গোবিন্দপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহত হন তিনজন এবং নিখোঁজ হন একজন।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

পরবর্তীতে সহযাত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় আবু রায়হানকে।

পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দেয়া হয়েছে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]