04/04/2025 চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ : গুলিবিদ্ধ ৪
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ ২০২১ ০১:১২
রাজশাহীতে চর দখলকে কেন্দ্র করে এক সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন। অহতদের অবস্থার অবনতি হলে গুলিবিদ্ধ ৪জনসহ মোট ৯ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চৌমাদিয়া চরে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানায়, উপজেলার পদ্মার চরের মধ্যে চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌমাদিয়া চরের মজনু হোসেন দর্জি ও দিলা ইসলাম ব্যাপারীর মধ্যে জমির আগাছা পরিস্কার করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ বন্দুক, লাঠি, হাসুয়া, লোহার রড়সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়েছেন চৌমাদিয়া চরের আদম আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০), অলি ঢালীর ছেলে লিটন ঢালী (৩৫), সামসুল ইসলামের ছেলে দুলাল দর্জি (৩০), দিলু দর্জির স্ত্রী মরিয়ন বেগম (৩৫)।
এদিকে নুরুল ইসলামের ছেলে ইদ্রিস আলী (৪০), আলিম আলী দর্জির ছেলে ইয়ার আলী (৪৫), সেকেন্দার আলীর ছেলে ইব্রাহীম হোসেন, মজনু দর্জি রড়ের আঘাতে গুরুতর আহত হন।