3679

04/20/2025 পবায় নৌকার জয়

পবায় নৌকার জয়

রাজটাইমস ডেস্ক

১ মার্চ ২০২১ ০৩:৩১

রাজশাহীর পবা উপজেলা পরিষেদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে জয়যুক্ত হয়েছে সরকার দলীয় মনোনয়ন প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী।

উপজেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, ৭৭ হাজার ৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী মামুনুর সরকার জেড। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৩১৫। এছাড়া অন্য প্রতিদ্বন্দ্বি মুসলীম লীগের আফজাল হোসেন হ্যারিকেল প্রতিকে ভোট পেয়েছেন ৫১২।

সুষ্ঠুভাবে ভোট সম্পাদন হয়েছে উল্লেখ করে পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক জানান, নির্বাচনে ৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনী কর্মকর্তা আরও জানান, রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপনির্বাচনে পবা উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন। যার ভোটার সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৪৪৪জন। নারী ভোটার ১ লাখ ২০ হাজার ১৫৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ২৮৫ জন। ভোট কেন্দ্র ৭৯টি এবং বুথসংখ্যা ৫৪৮। এই নির্বাচনে মোট ভোটের ৩৫ দশমিক ২৮ শতাংশ।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]