04/19/2025 অল্পের জন্য রক্ষাপেল বৃদ্ধা মা
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ ২০২১ ০৬:০৩
রাজশাহী নগরীর বুলনপুর এলাকায় বাড়ি উপরে গাছ পড়ে বড় ধরণের দুর্ঘ টনার হাত থেকে রক্ষাপেল মো:রুহুল কুদ্দুস (রেন্টু) ’র মা-মো: নূরজাহান বেওয়া। তবে এ ঘটনায় তিনটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাধের ধারে থাকা কৃষ্ঞচূড়া গাছ টি হঠাৎ পরে যায। এসময় বাড়িতে কেউ ছিলো না। মা তার ভিজা কাপড় গুলো মেলতে গিয়েছিলো বাড়ির বাহিরে। তাই মা রক্ষা পেয়েছে বলে জানান রেন্টু। তিনি বলেন কোন কিছু বোঝার আগে গাছটি বাড়ির উপরে পরে যায়। বাড়ি থেকে কোন কিছু অন্য স্থানে নিতে পারিনি। তবে তিনটি ঘর মিলে ক্ষতির পরিমান প্রায় এক লক্ষ টাকার মতো। তবে গাছটি কাটার জন্য রাসিক ৪ নং কাউন্সিলর মো:রুহুল আমীন টুনুকে জানানো হয়েছে।