03/14/2025 নগরীতে পালিত হল শেখ কামালের জন্মবার্ষিকী
রাজটাইমস ডেস্ক
৫ আগস্ট ২০২০ ২১:২৬
রাজশাহী নগরীতে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী।
বুধবার (৫ আগস্ট) মহানগর আওয়ামী লীগ আয়োজিত নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহিন আকতার রেণীসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএইচ