3758

04/07/2025 সবাইকে অচেতন করে বাড়ির সবকিছু লুট করল জামাই!

সবাইকে অচেতন করে বাড়ির সবকিছু লুট করল জামাই!

রাজটাইমস ডেস্ক

৫ মার্চ ২০২১ ০১:৩৮

চাঁদপুরের হাজীগঞ্জে এক পরিবারের সবাইকে অচেতন করে সর্বস্ব লুট করেছে জামাই খাজা আহমেদ। বুধবার গভীর রাতে হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুরে ফকির মোহাম্মদ বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. শামীম বলেন, আমার মা, ছোট মেয়ে শামীমা আক্তার এবং বড়বোন নাজমা আক্তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাজা আহমেদ (আমার সেজো বোনের জামাই) আমাদের ঘরে ঢুকে নেশাজাতীয় দ্রব্য নাকে মুখে দেয়।

পরে সবাই অচেতন হয়ে পড়লে ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ দামি জিনিসপত্র মালামাল লুট করে। কিছুক্ষণ পর আমার মা টের পেলে সে মালামাল নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার এ ব্যাপারে নাজমা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন। নাজমা জানান, খাজা আহমেদ চুরির দায়ে কয়েকবার জেলে ছিল।

হাজীগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম চলছে।

 

 

সূত্র- যুগান্তর

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]