03/13/2025 ‘১৯৭১ আমার মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজটাইমস ডেস্ক
৫ আগস্ট ২০২০ ২১:৪৬
আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল রচিত ‘১৯৭১ আমার মুক্তিযুদ্ধ’ বইয়ের।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বুধবার (৫ আগস্ট) দুপুরে নগরভবনে মেয়রের দপ্তরকক্ষে বইটির মোড়ক উন্মোচন করেন।
মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে এ ধরণের উদ্যোগ গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মেয়র।
অনুষ্ঠানে বইয়ের লেখক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও তাঁর সহধর্মীনি ইফ্ফাৎ আরা উপস্থিত ছিলেন।
এসএইচ