3767

04/07/2025 বি-বাড়িয়ায় আইনমন্ত্রীর উপস্থিতিতেই সংঘর্ষ

বি-বাড়িয়ায় আইনমন্ত্রীর উপস্থিতিতেই সংঘর্ষ

রাজটাইমস ডেস্ক

৫ মার্চ ২০২১ ২৩:১৮

ব্রাহ্মণবাড়িয়ার আইনমন্ত্রীর উপস্থিতিতেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) জেলার কসবা উপজেলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের অনুষ্ঠানে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

আইনমন্ত্রী উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে গিয়েছিলেন। দীর্ঘ ১ বছর পর নিজের নির্বাচনী এলাকায় উপস্থিত হয়েছেন তিনি।

সংঘর্ষের সময় বক্তব্য রাখছিলেন আইনমন্ত্রী। পরে ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদস্থলে চলে যান তিনি। এ ঘটনায় উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ দিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে পুলিশ জানায়, স্মাট কার্ড বিতরণের সময় হলরুমের বাইরে বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম এ আজিজ গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে তা রূপ নেয় বড় সংর্ঘর্ষে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]