377

03/13/2025 রাজশাহীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজটাইমস ডেস্ক

৫ আগস্ট ২০২০ ২২:১০

রাজশাহীর বাগমারা উপজেলায় এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউনিয়নের মন্দিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার (৫ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটি পাঠানো হয়।

নিহত ছাত্রীর নাম সিরাজাম মুনিরা (২২)। সে রাজশাহী কলেজের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা দেওয়ান আমিনুল হক রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত।

পারিবারিক ভাবে দাবি করা হয় পড়াশুনার চাপেই আত্মহত্যা করেন সিরাজাম মুনিরা তবে প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের দাবি জোরপূর্বকভাবে বিয়ে দেয়ার চেষ্টা করায় আত্মহত্যা করেছে সে।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, কলেজছাত্রীকে বিয়ের জন্য পাত্র ও তাঁদের আত্মীয়স্বজনদের আসার কথা ছিল বলে জানতে পেরেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]