3775

05/18/2024 মমতার প্রার্থী তালিকায় একঝাঁক তারকা

মমতার প্রার্থী তালিকায় একঝাঁক তারকা

রাজটাইমস ডেস্ক

৬ মার্চ ২০২১ ০৩:০১

আসন্ন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। তিনটি আসন তিনি ছেড়ে দিয়েছেন দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীদের জন্য।

রাজ্য বিধানসভায় রয়েছে ২৯৪টি আসন। রাজ্যে মমতার দলই প্রথম, যারা আজ প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

আজ দুপুরে মমতার কালীঘাটের বাসভবনের দলীয় অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। মমতা এ কথাও বলেন, তিনি এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনেই লড়বেন। তবে তাঁর কলকাতার ভবানীপুরের বর্তমান আসনে এবার তিনি লড়ছেন না। সেখানে লড়বেন দলের আরেক নেতা শোভন দেব চট্টোপাধ্যায়। তবে এই নন্দীগ্রাম আসনে বিজেপির প্রার্থী হতে পারেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারী।

নির্বাচন শুরু হবে এ মাসের ২৭ তারিখ। আর শেষ হবে এপ্রিলের ২৯ তারিখ। ফলাফল ঘোষণা হবে ২ মে।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করে বলেন, এবার দলের ৮০ বছরের বেশি বয়সীদের মনোনয়ন দেওয়া হয়নি। তবে এ রাজ্যে গড়া হবে বিধান পরিষদ। সেই পরিষদে তাঁদের সদস্য করা হবে । এ ছাড়া এবার ৫০ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে এবারের মনোনয়নে চমক হলো কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সহধর্মিণী রত্না চট্টোপাধ্যায় এবং বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর সহধর্মিণী সুজাতা খাঁ। শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। মূলত সুজাতা খাঁ ও রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁদের স্বামীদের বনিবনা না হওয়ায় তাঁরা স্বামীদের শিবির ছেড়ে চলে এসেছে তৃণমূলে।

এদিকে এবার মমতা এক ঝাঁক টালিউডের চলচ্চিত্র তারকাকে মনোনয়ন দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন রাজ চক্রবর্তী, চিরঞ্জিত, কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সী, সোহম চক্রবর্তী, সায়নী ঘোষ, ইন্দ্রনীল সেন, জুন মালিয়া, কৌশানি মুখোপাধ্যায় প্রমুখ।

এ ছাড়া মমতা মনোনয়ন দিয়েছেন বেহালা পূর্বে দলের সচিব পার্থ চট্টোপাধ্যায়কে। আরও দিয়েছেন কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সিঙ্গুরে সাবেক মন্ত্রী বেচারাম মান্না, সাবেক মন্ত্রী মদন মিত্র, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী জাভেদ খান, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, ক্রিকেট তারকা মনোজ তেওয়ারি, দেবাশীষ কুমার, মন্ত্রী ব্রাত্য বসু প্রমুখকে।

 

 

সূত্র: প্রথম আলো

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]