378

03/14/2025 নেত্রকোনায় ভয়াবহ নৌকাডুবি

নেত্রকোনায় ভয়াবহ নৌকাডুবি

রাজটাইমস ডেস্ক

৫ আগস্ট ২০২০ ২২:৪৭

দেশে ঘটে গেল আরেকটি ভয়াবহ দুর্ঘটনা। নেত্রকোনার মদন উপজেলায় ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে ১৭ জন।

বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উচিতপুরের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা ও হতাহতদের বিষয়ে নিশ্চিত করেছেন ওসি রমিজুল হক।

দুর্ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মৃতদের মধ্যে শনাক্ত হয়েছে মাত্র দুইজন। তারা হলো দুই বোন লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭)। তারা চরশিরতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে।

বাকিদের পরিচয় এখনো পাওয়া যায় নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নৌকাযোগে হাওরে ঘুরতে গেলে উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকায় যাত্রী ছিল মোট ৪৮ জন।

উদ্ধারকাজ এখনো চলছে।

খবর-যুগান্তর
এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]