3780

04/29/2024 করোনার টিকা পেল কারেন

করোনার টিকা পেল কারেন

রাজটাইমস ডেক্স

৬ মার্চ ২০২১ ১৪:৫৬

একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে সে। তবে সে ইতিহাস মানবজগতের ইতিহাস নয়। প্রাণীজগতের ইতিহাস। যা আবার এক হিসাবে মানবেতিহাসেরই অঙ্গ। একটি মহিলা ওরাংওটাং প্রাণীদের মধ্যে প্রথম পেল করোনা টিকা।

কারেন নামের ওরাংওটাংটি বেশ কয়েক বছর আগে প্রাণীরোগনিরাময়ের ইতিহাসে অন্য এক মাইল ফলক ছুঁয়েছিল। সে-ই ছিল প্রাণীজগতের প্রথম সদস্য যার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল ১৯৯৪ সালে।

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সান ডিয়েগো চিড়িয়াখানায় চারটি ওরাংওটাং ও পাঁচটি বোনোবোসকে টিকা দেয়া হয়েছে বলে জানা যায়। গরিলা প্রজাতির মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তাদের এই টিকা দেয়া হয় বলে খবর।

সান ডিয়াগো ওয়াইল্ডলাইফ অ্যালিয়েন্সের বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তা নাদিন লামবারস্কি জানান, এর আগেও এ ধরনের প্রাণীকে ফ্লু ও হামের টিকা দেয়া হয়েছে।
তিনি বলেন, বিশ্বে এই প্রথম মানুষ ছাড়া অন্য কোনও প্রাণীকে করোনাভাইরাসের টিকা দেয়া হলো।
সূত্র : জি নিউজ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]