3798

04/21/2025 রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

৭ মার্চ ২০২১ ০৪:১২

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শনিবার বিকালে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লেখক মুশতাক আহমেদ এবং সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবক দলের নেতৃবন্দ।

বিক্ষোভ মিছিল নিয়ে নেতৃবৃন্দ সামনের দিকে এগুতে থাকলে পুলিশ তাদের তাদের বাধা দেয়। পুলিশি বাধায় মিছিল আর সামনের দিকে যেতে না পেরে সেখানেই সমাবেশে করেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, রাসেল আলী, আনোয়ার হোসেন, রাসেল বাবু, ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বীন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, হেদায়েতুল্লাহ শিমুল, সুজন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক শুভ, দুলাল ও রিপন, সহ-সাংগঠনিকত সম্পাদক মাসুম, দপ্তর সম্পাদক জতন উদ্দিন জজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সম্পাদক মন্ডলীর সম্পাদক নয়ন, বাপ্পি, আনোয়ার, আলাউদ্দিন, যুবনেতা তন্ময়, ছাত্রনেতা সজিব, রবিন ও লিমনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।

সভাপতির বক্তব্যে রিপন বলেন, এই সরকার মানুষের কথা বলার অধিকার হরণ করেছে। সাংবাদিকদের কলম বন্ধ করে রাখার জন্য ডিজিটাল আইন করেছে। স্বাধীনমত প্রকাশে তারা বাধা সৃষ্টি করেছে। স্বাধীনমত প্রকাশ করায় লেখক মুশতাক আহমেদ এবং সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরসহ অনেক সাংবাদিককে হত্যা করেছে। এছাড়াও অনেক সাংবাদিককে মামলা দিয়ে আটক করে জেলে রেখেছে। এই কালো আইন বাতিল করার জন্য জোর দাবি জানান তিনি।

 

 

এসকে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]