38

03/13/2025 শনিবার সীমিত পরিসরে খুলছে রুয়েট

শনিবার সীমিত পরিসরে খুলছে রুয়েট

নিজস্ব প্রতিবেদক

৫ জুন ২০২০ ২৩:৫৩

শনিবার থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে। তবে অনলাইনে পূর্বের মতো একাডেমিক ক্লাস নেয়া হবে। রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৮ তম (জরুরী) সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যম এই তথ্য নিশ্চিত করা হয়।
রুয়েট জনসংযোগ দপ্তর জানায়, অফিস আদেশের মাধ্যম, সরকারের স্বাস্থ্য বিধি নীতিমালা অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্বল্প সংখ্যক লোকবলের মাধ্যমে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা থাকবে। অফিস প্রধানগণ তার নিয়ন্ত্রণাধীন দপ্তরের ন্যূনতম সংখ্যক প্রয়োজনীয় জনবল নির্ধারণ করবেন এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দের স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করবেন। একাডেমিক কার্যক্রম অনলাইনে যথারীতি চলবে। স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি/ থিসিস পরীক্ষা ইত্যাদি বিষয় ব্যবস্থা নিজ নিজ বিভাগ গ্রহণ করবেন। রুয়েটের দাপ্তরিক কার্যাবলী সকাল ৯ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকার মধ্যে সীমিত থাকবে বলে জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]