3816

04/04/2025 হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাতিজাকে হত্যা

হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাতিজাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

৮ মার্চ ২০২১ ০৬:১০

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পানবরজের বিরোধে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাহাবুর রহমান (৩৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের আজাদ আলীর ছেলে।

নিহতের ছোটভাই মিঠুন আলী জানান, বাড়ির পাশে তাদের পানবরজ রয়েছে। এর পাশে তার চাচা আবু বাক্কার বাড়ি করেছেন। তিনিও এখন পানবরজের ভাগ চান। এ নিয়েই সকালে মারামারি শুরু হয়। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহাবুরের বুকে আঘাত করে।

এরপর গুরুতর আহত অবস্থায় মাহাবুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ওসি হাসমত আলী বলেন, নিহতের মরদেহ রামেকের মর্গে ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত মাহাবুরের ভাই মিঠুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]