3817

03/15/2025 সাড়ে ৫ হাজার ডোজ নকল ভ্যাকসিন উদ্ধার

সাড়ে ৫ হাজার ডোজ নকল ভ্যাকসিন উদ্ধার

রাজ টাইমস ডেস্ক

৮ মার্চ ২০২১ ০৬:২২

মহামারী করোনাও থামাতে পারেনি মানুষের লোভ। দেদারসে চলছে নকল টিকার ব্যবসা। চীন ও দক্ষিণ আফ্রিকায় ইন্টারপোল প্রায় সাড়ে পাঁচ হাজার ডোজ নকল করোনা ভ্যাকসিন জব্দ করেছে। শুক্রবার (৫ মার্চ) এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি সান।

খবরে বলা হয়েছে, ইন্টারপোল জানিয়েছে দক্ষিণ আফ্রিকায় আটককৃত ভ্যাকসিন প্রায় দুই হাজার ৪০০ ডোজের সমপরিমাণ। দেশটির জোহানেসবার্গ শহরের জারমিস্টনে এক ওয়্যারহাউসে এগুলো পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তিন চীনা ও এক জাম্বিয়ান নাগরিককে আটক করা হয়েছে। অন্যদিকে চীনে ইন্টারপোলই পৃথক একটি নকল ভ্যাকসিন প্রস্তুতকারী দলকে আটক করেছে। এ অভিযানে প্রায় ৮০ সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তিন হাজার ডোজেরও বেশি নকল ভ্যাকসিন জব্দ করা হয়েছে।

ইন্টারপোল জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকা ও চীনে গ্রেপ্তারের পাশাপাশি অন্যান্য দেশের নার্সিং হোমের মতো স্বাস্থ্য সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠান থেকে নকল ভ্যাকসিন বিতরণ ও জালিয়াতির প্রচেষ্টা সম্পর্কিত কিছু রিপোর্টও পেয়েছি আমরা।’ ইন্টারপোল সবাইকে সতর্ক করে আরও বলেছে, অনুমোদিত কোনও ভ্যাকসিনই বর্তমানে অনলাইনে বিক্রির জন্য পাওয়া যাচ্ছে না।

তথ্যসূত্র: ইত্তেফাক

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]