3824

03/15/2025 মিঠুনের হুঙ্কার ‘এক ছোবলে ছবি’ !

মিঠুনের হুঙ্কার ‘এক ছোবলে ছবি’ !

রাজ টাইমস ডেস্ক

৯ মার্চ ২০২১ ০১:১১

কলকাতার ব্রিগেড মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাতেই গেরুয়া শিবিরে যোগদান করেছেন দেশটির অন্যতম জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। রুপালি পর্দায় তাঁরই জনপ্রিয় ডায়লগের সঙ্গে একুশের ভোট-রাজনীতিকে মিলিয়ে ‘জাত গোখরো’ মিঠুন হুঙ্কার দিলেন, ‘এক ছোবলে ছবি।’

ব্রিগেড মঞ্চে বক্তব্য রাখতে উঠে আজকের দিনটাকে স্বপ্ন দেখার সঙ্গে তুলনা করেন মিঠুন। বলেন, ‘আজকের দিনটা আমার কাছে একটা স্বপ্নের মত। যেখানে থাকতাম তার দুদিকটাই অন্ধ। ব্লাইন্ড লেনে জন্মেছিলাম। সেদিন থেকে স্বপ্ন দেখেছিলাম, কিছু একটা করব। কিন্তু এই স্বপ্নটা সেদিন সত্যিই দেখিনি যে, যেখানে ভারতের তাবড় নেতৃত্ব বসে আছেন, সেই মঞ্চে আমিও রয়েছি। এটা সত্যিই স্বপ্ন। ব্লাইন্ড লেনে জন্মে আমি এখানে। আমি বিশ্বাস করি, কেউ হৃদয় দিয়ে দেখলে সেই স্বপ্ন সফল হয়।’

মিঠুন চক্রবর্তী বলেন, ‘বাংলায় যাঁরা থাকে, তাঁরা সবাই বাঙালি।’ পাশাপাশি আরও বলেন, ‘আমি গর্বিত আমি বাঙালি।’

ব্রিগেড মঞ্চে বাংলাতেই নিজের বক্তব্য শুরু করেন মিঠুন। মাঝে মাঝে হিন্দিতে বক্তব্য রাখলেও, ভাষণের সিংহভাগ দেন বাংলাতেই। বক্তব্যের একেবারে শেষভাগে নিজের সিনেমার জনপ্রিয় ডায়লগকে হাতিয়ার করে প্রতিপক্ষের উদ্দেশে হুঙ্কার দিতেও এদিন শোনা গেল মিঠুন চক্রবর্তীকে।

বললেন, ‘আমি জলঢোড়া নই, বেলেঢোড়া নই, আমি জাত গোখরো। এক ছোবলে ছবি। এবার কিন্তু এটাই হবে। দাদার কথায় ভরসা রাখবেন। দাদার ওপরে ভরসা রাখবেন। দাদা কিন্তু পালিয়ে যাননি। এক ছোবলে ছবি, এবার এটাই হবে।’

তথ্যসূত্র ও ছবি: সময় টিভি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]