3825

04/04/2025 ধর্ষণে ভুক্তভোগীর ছবি-পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা

ধর্ষণে ভুক্তভোগীর ছবি-পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা

রাজটাইমস ডেস্ক

৯ মার্চ ২০২১ ০১:১৫

ধর্ষণের ভুক্তভোগী জীবিত বা মৃত নারীর সব ধরনের ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (০৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনে’র পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের করা রিটের শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন।

রিটটির পক্ষে শুনানি করেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন। তিনি গণমাধ্যমকে বলেন- নারী শিশু নির্যাতন দমন আইনে যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার নারীর ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশ না করার বিধান রয়েছে। তবে অনেকাংশে সে বিধানের বাস্তবায়ন লক্ষণীয় নয়। এমন বাস্তবতায় রিটটি করা হয়। আদালত আজ শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]