383

05/17/2024 গ্রেফতার হলেন ওসি প্রদীপ

গ্রেফতার হলেন ওসি প্রদীপ

রাজটাইমস ডেস্ক

৬ আগস্ট ২০২০ ২১:৪৫

দেশের আলোচিত ঘটনা সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

তবে চট্টগ্রাম পুলিশ তাকে গ্রেফতারের বিষয়ে কোন মন্তব্য করেননি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) অসুস্থতাজনিত কারণে সিএমপি সদর দফতরে আসলে তাকে পুলিশি হেফাজতে কক্সবাজার নিয়ে যাওয়া হয়।

মূলত আত্মসমর্পণ করায় তাকে কক্সবাজার নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা।

বুধবার (৫ আগস্ট) সিনহার বোনের করা হত্যা মামলাটি আদালতের নির্দেশে নথিভুক্ত করা হয়।

মামলাটি নথিভুক্ত করার পর থেকেই গা-ঢাকা দেন ওসি প্রদীপ।

এই মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতকে প্রধান আসামি ও টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাসকে দ্বিতীয় আসামি করে আরও ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) টুটুল ও কনস্টেবল মোহাম্মদ মোস্তফা।

প্রসঙ্গত, ৩১ জুলাই (শুক্রবার) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।

খবরটা-জাগোনিউজ
এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]