384

05/17/2024 সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আজাদকে দুদকে তলব

সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আজাদকে দুদকে তলব

রাজটাইমস ডেস্ক

৬ আগস্ট ২০২০ ২২:৩০

স্বাস্থ্য অধিদফতরের নানা অভিযোগে অভিযুক্ত সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

সাবেক এই মহপরিচালককে দুদকে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পত্রযোগে দুদকের পরিচালক মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী ও শেখ মোঃ ফানাফিল্যা তাকে তলব করেন।

মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী কর্তৃক প্রেরিত পত্রে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সিএমএসডি-এর সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসার নিমিত্ত নিন্মমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য গ্রহণের জন্য তলব করা হয়।

আগামী ১২ আগস্ট দুদক অফিসে তাকে হাজির হতে বলা হয়।

পত্রে আরো জানানো হয়, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে তার কোন বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

অন্যদিকে, শেখ মোঃ ফানাফিল্যা কর্তৃক প্রেরিত পত্রে জানানো হয় সাহেদ, চেয়ারম্যান, রিজেন্ট হাসপাতাল লিঃ , উত্তরা , ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে জনসাধারণের সাথে প্রতারণা করে করোনা সনদ দেওয়ার নামে কোটি কোটি টাকা সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে চলমান অনুসন্ধানের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাকে (জনাব আবুল কালাম আজাদ) তলব করা হয়েছে।

আগামী ১৩ আগস্ট তাকে দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]