3845

11/05/2025 বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা সবার আগে টিকা পাবে

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা সবার আগে টিকা পাবে

রাজটাইমস ডেস্ক

১০ মার্চ ২০২১ ০০:৫৮

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা অগ্রাধিকারের ভিত্তিতে টিকা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, ‘আগামী ১৭ মের আগে বিশ্ববিদ্যালয়গুলোর এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী যারা তাদের আগে টিকা দেওয়া হবে। তারপর টিকা যত আসতে থাকবে পর্যায়ক্রমে বাকিদেরও টিকার আওতায় আনা হবে। ’

মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক থেকে বের হয়ে এসব কথা বলেন তিনি।

এই সময় স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজের বাচ্চা, তারা তো ১৮ বছরের নিচে, তাদের তো টিকা দেওয়ার নিয়ম নেই। ’

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]