03/15/2025 ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা
রাজটাইমস ডেস্ক
১০ মার্চ ২০২১ ০১:৩৩
নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ২৩ মার্চ থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে পাঁচজন নতুন মুখ। পাঁচ তরুণের মধ্যে চারজনই ডিফেন্ডার। তারা হলেন- বসুন্ধরা কিংসের রিমন, মুক্তিযোদ্ধার ইমন, মেহেদী ও মোহামেডানের হাবিবুর রহমান সোহাগ। একমাত্র নতুন ফরোয়ার্ডও মুক্তিযোদ্ধার মেহেদী হাসান।
ত্রিদেশীয় সিরিজে সুযোগ পাওয়া ফুটবলারদের আগামী ১৩ মার্চ রিপোর্ট করতে বলা হয়েছে। এরপর করোনা টেস্ট শেষে ১৪ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে।
বাংলাদেশ দল: গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল রানা, শহিদুল ইসলাম সোহেল।
ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, রিমন, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, ইমন, মেহেদী হাসান, সোহাগ।
মিডফিল্ডার : মানিক মোল্লা, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া, রাকিব, বিপলু, সাদ উদ্দিন, জনি, সোহেল রানা।
ফরোয়ার্ড : সুমন রেজা, মেহেদী হাসান, সুফিল, মতিন মিয়া।
সূত্র: যুগান্তর