03/14/2025 নদীতে পোনা ছাড়লেন এমপি আয়েন উদ্দিন
রাজটাইমস ডেস্ক
৬ আগস্ট ২০২০ ২২:৫৪
ব্যক্তিগত উদ্যোগে রাজশাহীর মোহনপুরের মহিষকুন্ডি বিলে ও বারনই নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এমপির উপস্থিতিতে প্রায় ২৫ লাখ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, হুজুরীপাড়া ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, দর্শনপাড়া ইউপি’র চেয়ারম্যান কামরুল হাসান রাজ, মোহনপুর মৎস্য অফিসের বিলক্ষেত্র সহকারি কর্মকর্তা ইয়াসিন আলী, সহকারি মৎস্য কর্মকর্তা মোহনপুর তারিক মাসুম রেজা, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ পবা ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসএইচ