3864

03/15/2025 রাজশাহীতে জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর আটক

রাজশাহীতে জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর আটক

রাজটাইমস ডেক্স

১০ মার্চ ২০২১ ১৬:০৩

রাজশাহীর কাটাখালি পৌরসভার সাবেক মেয়র ও জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর রহমানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তার বাড়ি কাটাখালি পৌরসভার মাসকাটাদিঘীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে আটক করে কাটাখালি থানা পুলিশ। তিনি রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক।

তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি গত পৌরসভা নির্বাচনে কাটাখালি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ বিষয়ে আরএমপির কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান বলেন, ওয়ারেন্ট থাকায় জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর রহমানকে আটক করা হয়েছে। বুধবার আদালতের প্রেরণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]