3872

05/04/2024 করোনা: শনাক্ত আবারো হাজার ছাড়াল

করোনা: শনাক্ত আবারো হাজার ছাড়াল

রাজটাইমস ডেস্ক

১১ মার্চ ২০২১ ০১:৪৬

দেশে এক দিনে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যা দুই মাস পর আবারো হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৮ জনের শরীরে। আর এ সময়ে মৃত্যু হয়েছে আরো সাতজনের।

এর আগে সর্বশেষ ১০ জানুয়ারি ১ হাজার ৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেদিনের পর থেকে এ পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচেই ছিল।

সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা ৮ হাজার ৪৯৬ জনে পৌঁছাল। আর আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়া অধিদফতরটির হিসাব অনুযায়ী, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ২৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন হয়েছে।

বাংলাদেশে গতবছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

 

 

সূত্র: নয়া দিগন্ত

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]