3878

05/02/2024 ‘আমিত্বের প্রত্যুত্তর’

‘আমিত্বের প্রত্যুত্তর’

রাজটাইমস ডেস্ক

১১ মার্চ ২০২১ ০৩:৪০

আকাশের নীল রাশি,

সমুদ্রে এলো ভাসি

গভীর মিতালি তার অপরূপ শোভা।

শুধায় অন্তর্যামী প্রকৃতি এ কার প্রভা?

কল্লোলে হিল্লোল জাগায়,

মরি আমি লাজে-

এমন শোভা আমি দেখি নি তো সাঁঝে?

সাঁঝের মায়া কাটিয়ে ভাই

স্নিগ্ধ হলাম এবার যে তাই

মন ভরিয়ে দেখে নিয়ো মম রূপের ঝলকানি,

ঢেউয়ের উপর ঢেউ ছুটেছে

দিচ্ছে যে হাতছানি।

কিন্নর-গন্ধর্ব, পশুপাখি তরুলতা বৃক্ষরাজি

অবদান কি রেখেছে কেউ?

যত সৌন্দর্য তা শুধু আমার গুণের ঢেউ।

এতো শুনে উত্তর করিল প্রকৃতি সহাস্য বদনে

করিতে সমুদ্রের অযথা আমিত্বের শোধনে,

যত ঝলকানি আর আলোকপ্রভা

সবই যে মম দানে পাও তুমি পূর্ণিমার বোধনে।

গর্জন তব সার, করিও না বৃথা আর এ অহঙ্কার,

প্রকৃতির বরে যে এ পৃথিবী অপার-

সকলি মিলেমিশে চলিলে একসাথে

দীনতা-হীনতা-অহমিকা যাবে সরস আবেশে।

লেখক: ড. প্রভাষ কুমার কর্মকার
অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

কবিতাটি সৃষ্টি (বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত) কর্তৃক সেরা লেখনী নির্বাচিত হয়েছে। 

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]