3879

04/04/2025 অধ্যাপক মাজেদুর রহমানকে গ্রেফতারের  প্রতিবাদ

অধ্যাপক মাজেদুর রহমানকে গ্রেফতারের  প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি

১১ মার্চ ২০২১ ০৫:১৪

কাটাখালী পৌরসভার মেয়র অধ্যাপক মাজেদুর রহমান কে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী, নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসেন, এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডলসহ মহানগরীর শুরা ও কর্ম পরিষদের নেতৃবৃন্দ।

বুধবার সংগঠনটির প্রচার সেক্রেটারী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে  বলা হয়, মিথ্যা মামলায় গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কাটাখালী থানা পুলিশ গণমানুষের নেতা ও সফল পৌর মেয়র অধ্যাপক মাজেদুর রহমান কে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। যা একজন ব্যক্তির সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর মাধ্যমে সরকারের অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা এ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  নেতৃবৃন্দ অবিলম্বে সাবেক পৌর মেয়র অধ্যাপক মাজেদুর রহমানসহ অন্যান্য সকল নেতা-কর্মীর মুক্তির দাবী করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]