388

05/17/2024 প্রাথমিক শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

প্রাথমিক শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

রাজটাইমস ডেস্ক

৭ আগস্ট ২০২০ ০১:৩০

প্রাথমিক স্কুলে শিক্ষকতায় আসছে আরো একটি পরিবর্তন। নতুন নিয়মে ৩ বা ৫ বছর পর পর বদলি করা হবে স্কুল শিক্ষকদের।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন নিয়মটির কথা আগে জানালেও নতুন করে নিয়মটির কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল হোসেন।

তিনি বলেছেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চাকরি বদলিযোগ্য করা হবে। তাদের ৩ বছর অথবা ৫ বছর পরপর এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি করা হবে।

বদলি বাণিজ্যের প্রসঙ্গ এনে সচিব আরো জানান, অনেক শিক্ষক এক জায়গায় ৯/১০ বছর থাকছেন তাই এনিয়ে বদলি বাণিজ্য শুরু হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা কেউ ক্লাসে থাকেন না বলেও অভিযোগ করেন তিনি।

প্রধান শিক্ষকরা নিয়মিত ক্লাশ না নেয়ার অভিযোগ এনে এবং প্রত্যেক স্কুলে একজন করে অফিস সহকারী নিয়োগ দেয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছিলেন, প্রধান শিক্ষক টিও অফিসে কাজের কথা বলে চায়ের দোকানে গিয়ে আড্ডা দেন। যখন বিদ্যালয়ের অভিভাবক থাকে না তখন ঠিকমত ক্লাস হয় না।

খবর-ক্যাম্পাসলাইভ
এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]