392

03/14/2025 নগরীতে দুই টিকিট কালোবাজারি গ্রেফতার

নগরীতে দুই টিকিট কালোবাজারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট ২০২০ ২০:২১

নগরীতে রেলের টিকিট কালোবাজারির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩৯ সিট সম্বলিত ১৩টি টিকিট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লিয়াকত হোসেন (৪৬) ও রিমন হোসেন (৩২)। তারা দুজনেই বাস্তহারা মহল্লার বাসিন্দা।

শুক্রবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর শিরোইল কাঁচাবাজার বাস্তুহারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবির উপপুলিশ কমিশনার (ডিসি) আবু আহাম্মদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]