3923

05/03/2024 নরেন্দ্র মোদির স্টেডিয়ামে ‘কলঙ্কিত’ কোহলি

নরেন্দ্র মোদির স্টেডিয়ামে ‘কলঙ্কিত’ কোহলি

রাজটাইমস ডেস্ক

১৪ মার্চ ২০২১ ০১:৪৪

ভারতের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে নামকরণ করা হয়েছে। এক লাখ ১০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন বিশ্বের সবচেয়ে বৃহৎ এই স্টেডিয়ামে খেলতে নেমে শুক্রবার বাজে একটি রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এদিন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ব্যাটিংয়ে নেমে শূন্যরানে ফেরেন কোহলি। ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১৪ বার শূন্যরানে আউট হওয়ার বাজে রেকর্ড গড়লেন বিরাট।

বিরাট কোহলির আগে অধিনায়ক হিসেবে ১৩ বার শূন্যরানে আউট হওয়ার বাজে রেকর্ডের মালিক ছিলেন ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী। পেশাদার ক্রিকেট থেকে অবসরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব পালন করছেন গাঙ্গুলী। তাকে একটি লজ্জা থেকে মুক্তি দিলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।

 

 

সূত্র: যুগান্তর

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]