393

03/14/2025 দেশে করোনায় প্রাণহানি আরো ২৭ জনের

দেশে করোনায় প্রাণহানি আরো ২৭ জনের

রাজটাইমস ডেস্ক

৭ আগস্ট ২০২০ ২১:০৭

বিশ্ব মহামারী প্রাণঘাতক করোনাভাইরাসের সংক্রমনে দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে আরো ২৭ জনের। এ নিয়ে সর্বমোট ৩ হাজার ৩৩৩ জন মারা গেছেন।

একই দিনে ভাইরাসটি সংক্রমন ছড়িয়েছে আরও ২ হাজার ৮৫১ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সংক্রমন থেকে সেরে উঠেছেন আরো ১ হাজার ৭৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার (৭ আগস্ট) দুপুরে অধিদফতরের নিয়মিত হেলথ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ভাইরাসটির সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয় ব্রিফিং এ।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]