3946

03/13/2025 বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার মেধাক্রম প্রস্তুতে ৬ মানদণ্ড

বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার মেধাক্রম প্রস্তুতে ৬ মানদণ্ড

রাজটাইমস ডেস্ক

১৫ মার্চ ২০২১ ০২:২১

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিকভাবে আবেদনকৃত শিক্ষার্থীরা সর্বোচ্চ ছয়টি মানদণ্ড ক্রমানুসারে ব্যবহার করে প্রাথমিক আবেদনকারীদের মেধাক্রম প্রস্তুত করা হবে।

প্রতিটি ইউনিট থেকে সর্বোচ্চ দেড়লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বলে এক নির্দেশিকায় বলা হয়। নির্দেশিকাটি ভর্তির ওয়েবসাইটে (https://gstadmission.com/) পাওয়া যাচ্ছে।

নির্দেশিকায় বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথমবর্ষে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উল্লেখিত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি হতে পারবে। প্রত্যেক শিক্ষার্থী তার এইচএসসি/সমমান পরীক্ষার শাখা (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) মোতাবেক একটিমাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা দুটি পর্যায়ে আবেদন করবে। প্রাথমিক আবেদনের পর পরীক্ষায় কৃতকার্যরা চূড়ান্ত আবেদনের যোগ্য হবে। শিক্ষার্থীরা আগামী ১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবে। এরপর প্রাথমিক আবেদনের ফলাফল এবং চূড়ান্ত আবেদন শেষে আগামী ১৯, ২৬ জুন ও ৩ জুলাই গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার নির্দেশিকায় বলা হয়, বিজ্ঞান শাখায় মেধাক্রম প্রস্তুতে ছয়টি মানদণ্ডের মধ্যে রয়েছে যথাক্রমে এসএসসি ও এইচএসসির জিপিএ; এসএসসি ও এইচএসসির মার্কস; এইচএসসির পদার্থের জিপিএ; এইচএসসির পদার্থের মার্কস; এইচএসসির রসায়নের জিপিএ; এইচএসসির রসায়নের মার্কস।

বাণিজ্য ও মানবিক শাখায় মেধাক্রম প্রস্তুতে ছয়টি মানদণ্ডের মধ্যে রয়েছে এসএসসি ও এইচএসসির জিপিএ; এসএসসি ও এইচএসসির মার্কস; এইচএসসির বাংলার জিপিএ; এইচএসসির বাংলার মার্কস; এইচএসসির ইংরেজির জিপিএ; এইচএসসির ইংরেজির মার্কস।

 

 

সূত্র: নয়া দিগন্ত

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]