3952

04/17/2025 আরইউজে’র নতুন কার্যালয় উদ্বোধন

আরইউজে’র নতুন কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২১ ০৬:০৫

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল ৫টায় নগর ভবনের পশ্চিম পাশে সান ডায়েল কোচিং সেন্টার সংলগ্ন ভবনে ফিতা কেটে আরইউজে‘র নতুন কার্যালয়ের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।  

উদ্বোধনকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য আনিসুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মামুন-অর-রশিদ, সিনিয়র সদস্য কাজী গিয়াস, আরইউজের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সিনিয়র ফটোসাংবাদিক আজহার উদ্দিন, সেলিম জাহাঙ্গীর, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদসহ আরইজে সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]