3996

09/28/2024 গিনেস রেকর্ডসে বঙ্গবন্ধুর শস্যচিত্র

গিনেস রেকর্ডসে বঙ্গবন্ধুর শস্যচিত্র

রাজটাইমস ডেস্ক

১৭ মার্চ ২০২১ ০৩:২০

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে বগুড়ার শেরপুরে ধানের খেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।

শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের পৃষ্ঠপোষক এবং প্রধান সমন্বয়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। সর্ববৃহৎ শস্যচিত্র (লার্জেস্ট ক্রপ ফিল্ড মোজাইক) ক্যাটাগরিতে গিনেস রেকর্ডসে প্রতিকৃতিটি জায়গা পেয়েছে।

মুজিব বর্ষ উপলক্ষে শেরপুরের বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে দুই জাতের ধান লাগিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় প্রতিকৃতি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এই রেকর্ড আমাদের দেশের সবার অর্জন। আজ বিকেল পৌনে ৪টায় গিনেস কর্তৃপক্ষ ই-মেইলে বিষয়টি আমাদের জানায়। তাদের ওয়েবসাইটেও বিষয়টি প্রকাশ করা হয়েছে।’

তিনি আরো জানান, বুধবার বাংলাদেশ সময় একটায় একটি ওয়েবনিয়ারে বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেবে গিনেস কর্তৃপক্ষ।

এই প্রকল্পের ভাবনা, নকশা এবং বাস্তবায়ন করেছে এক্সপ্রেসিভ কমিউনিকেশনস লিমিটেড। আর অর্থায়ন করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ।

গত ২৯ জানুয়ারি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমসহ স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা প্রকল্পটির উদ্বোধন করেন।

 

 

 

সূত্র: দেশ রুপান্তর

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]