3998

04/20/2025 চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ ২০২১ ২০:৪১

চাঁদাবাজির মামলায় রাজশাহীর এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল ইমরান মিয়া (২৭) সদ্য বিলুপ্ত রাজশাহী মহানগর ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি নগরীর বহরমপুর এলাকার আবদুল ওয়াদুদ মিয়ার পুত্র। রাজশাহী মহানগর পুলিশের শাখা (ডিবি) মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে।

ইমরানের বিরুদ্ধে সম্প্রতি নগরীর বহরমপুর এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে। চাঁদা না পেয়ে নির্মাণ কাজের এক শ্রমিকের মাথা ফাটিয়ে দেন তিনি। এ নিয়ে নগরীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। এরপর একই অভিযোগে আরেকটি মামলা হয় তার বিরুদ্ধে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]