4005

04/08/2025 করোনায় প্রাণ ঝরল আরো ১১ টি

করোনায় প্রাণ ঝরল আরো ১১ টি

রাজটাইমস ডেস্ক

১৭ মার্চ ২০২১ ২২:৫৯

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ১১ জনের। ফলে দেশে করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ৮ হাজার ৬০৮ হয়েছে।

গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমণ ছড়িয়েছে আরও ১৮৬৫ জনের দেহে। ফলে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে ১৫১০ জন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন হয়েছে।

বুধবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত,  চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে প্রথম সনাক্ত হয় গত ৮ ই মার্চ।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]