4013

05/19/2025 পুতিনকে হুঁশিয়ারি বাইডেনের

পুতিনকে হুঁশিয়ারি বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ ২০২১ ০২:৩০

সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের হস্তক্ষেপের ঘটনায় তার পরিণাম ভোগের হুঁশিয়ারি দিয়েছেন জো বাইডেন।

ক্ষুব্ধ বাইডেনের একটি সাক্ষাৎকার বুধবার (১৭ মার্চ) এবিসি নিউজ সম্প্রচার করে। সেখানে বাইডেন বলেন, তাকে মূল্য দিতে হবে। কবে নাগাদ ওই পরিণতি দেখা যাবে এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, অল্প সময়ের মধ্যেই আপনারা সেটা দেখতে পাবেন।

ইতিপূর্বে মঙ্গলবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করে।

ওই প্রতিবেদনটিতে বলা হয়, পুতিনের নির্দেশেই মস্কো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল। সেই ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকেই রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে। যদিও ট্রাম্প এবং রাশিয়া উভয়ই বার বার এই অভিযোগ অস্বীকার করেছে।

এরপর ২০২০ সালের নির্বাচনেও ট্রাম্পকে জেতাতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উঠল।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]