03/15/2025 নগরীতে অদ্ভুত চেহারার ছাগলছানার জন্ম
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২১ ০১:৪৮
নগরীতে অদ্ভুত আকৃতির একটি ছাগলছানার (বাচ্চা) জন্ম হয়েছে। ছানাটির দুইটি মাথা, চারটি চোখ ও দুইটি কান রয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর বুলনপুর হাইটেক পার্ক এলাকায়। ছাগলছানার মালিক নাইট গার্ড আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বলেন, গত ৩০ বছর যাবত আমি ছাগল পালন করে আসছি। এমন ছাগল কখনো আমার চোখে পড়েনি। আজ (বৃহস্পতিবার) বেলা তিনটার দিকে আমার ৬ মাস গর্ভবতী একটি ছাগল দুইটি বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি ছানার দুইটি মাথা, চারটি চোখ ও দুইটি কান রয়েছে। এমন ছাগল জন্মেছে বলে দূরদূরান্ত থেকে ছাগল দেখার জন্য মানুষ ভিড় জমাচ্ছে। বর্তমানে ছাগলটি সুস্থ রয়েছে বলে জানান আনোয়ার হোসেন।
এ বছরের শুরুতে ভারতেও এমন একটি ছাগলছানার জন্ম হয়। মিউটেশনের কারণে ছানাটি এমনই অদ্ভুত আকৃতি পায়।
এসকে