03/15/2025 সম্রাট আকবরের হাত ধরে আমের প্রচার!
আব্দুর রাজ্জাক
১৯ মার্চ ২০২১ ০২:১৩
বিশ্বের উষ্ণমণ্ডলীয় অঞ্চলের খুব কম দেশ রয়েছে, যেখানে আম উৎপন্ন করা হয়। আমাদের সৌভাগ্য
বাংলাদেশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। উষ্ণমণ্ডলীয় দেশে যে সকল ফল পাওয়া যায় তাঁর মধ্যে আম সেরা।
আম গাছকে বলা হয় কল্পতরু। আমের মত অধিক গুণাবলি সমৃদ্ধ ফলের গাছ আর দ্বিতীয়টি নেই। তাইতে একে বলা হয় ‘ফলের রাজা’।
ধারণা করা হয়, আমের আদি জন্মভূমি হচ্ছে আমাদের দেশের পার্বত্য চট্টগ্রাম।
উষ্ণমণ্ডলীয় দেশসমূহে এই ফল সবচেয়ে ভাল হয়। ধারণা করা হয়, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আমের
আদি নিবাস। আরব বণিকেরা অষ্টম শতাব্দীতে সিলেট থেকে কমলালেবুর চারা নিয়ে গিয়ে যেমন গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল। একইভাবে মুসলিম মিশনারিদের মাধ্যমে এই উপমহাদেশ থেকে আমের বীজ ও চারা দক্ষিণ-পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া এবং আফ্রিকাতে ছড়িয়ে গিয়েছিল।
আমরা সকলে জানি, প্রচারেই প্রসার হয়। প্রচারটা যদি হয় সম্রাটের হাত ধরে তাহলে কেমন হবে চিন্তা
করেছেন?
হ্যাঁ। আমের প্রচার ও প্রসারের কাজে এগিয়ে আসেন বাংলার মুঘল সম্রাট আকবর। সম্রাট আকবর হচ্ছেন
ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি রাষ্টীয় পৃষ্ঠপোষকতায় বিহারের দারভাঙ্গায় ১৫৯০ সালে ১ লক্ষ আমগাছের
একটি সুবিশাল বাগান করেছিলেন।
জানা গেছে, এই বাগান থেকেই সর্বপ্রথম কলমের চারা তৈরির কৌশল আবিষ্কৃত হয়। এই বাগানের কলমকৃত আমের চারা দিয়ে ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে আমের বাগান।
আব্দুর রাজ্জাক
ফাউন্ডার: বনলতাবিডি ডটকম