4064

09/28/2024 বিভাগে আক্রান্ত ছাড়াল ২৬ হাজার

বিভাগে আক্রান্ত ছাড়াল ২৬ হাজার

রাজটাইমস ডেস্ক

২১ মার্চ ২০২১ ০০:১০

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়াল। গত ২৪ ঘন্টায় নতুন ৬৮ জন শনাক্ত হয়েছেন। ফলে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৫২ জন।

নিয়মিত আপডেটে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, শুক্রবার বিভাগের রাজশাহীতে ১০ জন, বগুড়ায় ৫০ জন, নওগাঁয় পাঁচজন, জয়পুরহাটে দুইজন এবং সিরাজগঞ্জে একজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। তিনি জানান, গত ডিসেম্বরের পর এটি রাজশাহী বিভাগে একদিনে সর্বোচ্চ সংক্রমণ।

গত ২৪ ঘন্টায় বিভাগের ২৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সাতজনের বাড়ি রাজশাহী। এছাড়া চারজনের বাড়ি বগুড়া এবং ১২ জনের বাড়ি পাবনা। শুক্রবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৯ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ তথ্য মতে, বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্ত ২৬ হাজার ৫২ জনের মধ্যে ২৪ হাজার ৪৯৮ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৩১ জন কোভিড-১৯ রোগী।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]