03/14/2025 চারঘাটে কলেজ ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট ২০২০ ১৮:০৯
চারঘাট উপজেলায় এক কলেজছাত্রের হাত, পা ও গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রের নাম সাঈদ ইসলাম সনি।
শনিবার সকালে উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া উত্তরপাড়া এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সনি পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্দারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নাটোর এনএস কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র।
নিহতের চাচাত ভাই মিরাজ গণমাধ্যমকে বলেন, গত শুক্রবার দুপুরের খাবার খেয়ে সনি নিজ বাড়ি বানেশ্বর থান্দারপাড়া গ্রাম থেকে বের হয়ে আর ফেরেনি।
অনেক রাত হলেও সনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এরপর শনিবার সকালে জানতে পারে মাড়িয়া উত্তরপাড়া এলাকায় রাস্তার পাশে সনির হাত, পা ও গলা কাটা মরদেহ পড়ে আছে।
শলুয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাসুম জানান, উত্তরপাড়ায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সংবাদ দেয়। পরে সেখানে গিয়ে দেখি মরদেহের হাত ও পায়ের রগ কাটা। এছাড়াও গলা কেটে ফেলা হয়েছে। পরে পুলিশকে সংবাদ দেয়া হয়।
মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
এনএস