408

03/14/2025 দেশে করোনায় প্রাণহানি ৩২

দেশে করোনায় প্রাণহানি ৩২

রাজটাইমস ডেস্ক

৮ আগস্ট ২০২০ ২২:২৯

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসের  প্রকোপে দেশজুড়ে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ৩২ জন। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৩৬৫ জনে।

একইদিনে ভাইরাসটি সংক্রমণ ঘটিয়েছে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৬১১ জনের মধ্যে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৫৫ হাজার ১১৩।

অন্যদিকে,গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন এবং মোট সুস্থ ১ লাখ ৪৬ হাজার ৬০৪২ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা শনিবার (৮ আগস্ট) দুপুরে অধিদফতরের নিয়মিত ব্রিফিং এ এসব নিয়ে তথ্য তুলে ধরেন।

সুরক্ষিত থাকতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও আহবান জানান তিনি।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]