04/20/2025 বাঘায় ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
রাজটাইমস ডেস্ক
২১ মার্চ ২০২১ ২৩:০৪
রাজশাহীর বাঘা উপজেলায় গম মাড়াই করা ট্রলির (ঠেসার) ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার।
নিহত বৃদ্ধা উপজেলার আড়ানী ইউনিয়নের উত্তর সোনাদহ গ্রামের মৃত সোহরাব মন্ডলের ছেলে কালু মন্ডল (৬৫) বলে জানা গেছে।
শনিবার (২০ মার্চ) সন্ধায় উপজেলার রুমপুর-আড়ানী সড়কের ইমানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আড়ানী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার ছলিম উদ্দীন জানান, নিজ বাড়ি থেকে পায়ে হেটে রুস্তমপুর বাজারে যাচ্ছিল কালু মন্ডল। এ সময় সে রুস্তমপুর-আড়ানী সড়কের ইমানের মোড়ে পৌছলে গম মাড়াই করা ট্রলির (ঠেসার) সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় বৃদ্ধার রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। কালু মন্ডল পেশায় একজন কৃষক।
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারী জানান, খবর পেয়ে একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।