4088

08/03/2025 করোনায় বিভাগে মৃত্যু ঠেকল চারশ-এ

করোনায় বিভাগে মৃত্যু ঠেকল চারশ-এ

রাজটাইমস ডেস্ক

২২ মার্চ ২০২১ ০০:১৬

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে এ পর্যন্ত ৪০০ জনের প্রাণহানি ঘটেছে। সর্বশেষ শনিবার ২(০ মার্চ) বিভাগের বগুড়ায় একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ মার্চ) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, বিভাগের আট জেলায় মারা যাওয়া ৪০০ জনের মধ্যে সর্বোচ্চ ২৫৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগে নতুন ৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৯৫ জন। এদের মধ্যে ২৪ হাজার ৫১৮ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪০ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]