03/14/2025 আজ চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও
নিজস্ব প্রতিবেদক:
৬ জুন ২০২০ ০৭:২৮
২০২০ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে ৫ জুন অর্থাৎ আজ, শুক্রবার ৷ কয়েকশো বছরের মধ্যে এই প্রথম মাত্র ৩০ দিনের মধ্যে ৩টি চন্দ্রগ্রহণ দেখা যাবে। এত অল্প সময়ের মধ্যে তিনটি গ্রহণ ঘটায় বেশ কয়েকটি প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন জ্যোতিষবিদরা।
৩ ঘণ্টা ১৮ মিনিট ধরে থাকা এই চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৪৫মিনিটে। আর শেষ হবে রাত ৩টা ৪ মিনিটে। বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
এবারের চন্দ্রগ্রহণ হচ্ছে উপচ্ছায়া গ্রহণ৷ সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী চলে আসলেও এরা একই সরলরেখায় যখন থাকে না, তখন বলা হয় চাঁদের উপচ্ছায়া গ্রহণ৷ এতে চাঁদের ওপর বেশি আঁধার নেমে আসে না৷ তাই এবার চাঁদ পুরোপুরি ঢেকে যাবে না, ফ্যাকাসে হবে মাত্র৷
বাংলাদেশের পাশাপাশি ভারত, রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকা থেকে গ্রহণ দেখা যাবে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ৷৷
সূর্য বা চন্দ্রগ্রহণকে ঘিরে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গাতেই নানারকম 'ধারণা' চালু রয়েছে। এসব ধারণার প্রায় সবগুলোই সম্পূর্ণ ভুল এবং এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে ইসলাম ধর্মে এ সময় সালাত আদায় করার নির্দেশ দেয়া হয়েছে।