410

05/20/2024 ভুল তথ্য রোধে অ্যাকশন নিল ইউটিউব

ভুল তথ্য রোধে অ্যাকশন নিল ইউটিউব

রাজটাইমস ডেস্ক

৯ আগস্ট ২০২০ ০১:০৫

ভিডিও জগতের উন্মুক্ত আসর ইউটিউব। এখানে একটি অ্যাকাউন্ট বা চ্যানেল খুলেই নিজেদের মনের মত ভিডিও শেয়ার করতে পারে সবাই। কিন্তু এই উন্মুক্ত সুযোগে বিভিন্ন ধরণের ভুল তথ্য ও ছড়ানো হচ্ছে গুগলের এই প্রতিষ্ঠানটিতে।

আর এই ভুল তথ্য ছড়ানো ঠেকাতে আড়াই হাজারেরও বেশি ইউটিউব চ্যানেল মুছে দিয়েছে গুগল।

চিহ্নিত চ্যানেলগুলি এপ্রিল থেকে জুনের মধ্যে সরানো হয়েছে বলে জানিয়েছে অ্যালফাবেট মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

গুগল জানিয়েছে তারা ‘চীনের সঙ্গে সংশ্লিষ্ট সমন্বিত প্রভাব কার্যক্রমের ওপর চলমান তদন্তের অংশ হিসেবে’ অ্যাকাউন্টগুলো মুছে দিয়েছে।

গুগল নিজেদের ভুল তথ্য অপারেশনের বিষয়টি সম্প্রতি এক প্রান্তিক বুলেটিনে তুলে ধরে।

মুছে ফেলা অ্যাকাউন্টগুলির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। তবে রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা যায়, চ্যানেলগুলো থেকে সাধারণত ‘স্প্যাম ধরনের এবং অরাজনৈতিক কনটেন্ট’ পোস্ট করা হতো, তবে স্বল্পসংখ্যক কিছু চ্যানেল রাজনৈতিক ধারণা প্রকাশ করত। চ্যানেলে প্রচারিত ভিডিওর সঙ্গে টুইটারে চলমান এক কার্যক্রমের মিল রয়েছে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

ইউটিউবের এই ভুল তথ্য ছড়ানোর বিষয়টি সবার প্রথমে নজরে আসে সামাজিক মাধ্যম বিশ্লেষণী প্রতিষ্ঠান গ্রাফিকার। এপ্রিলে টুইটারে চলমান ওই ভুল তথ্যের ক্যাম্পেইন শনাক্ত করেছিল প্রতিষ্ঠানটি।

এই ভুল তথ্যের প্রচার বেশ প্রভাব ফেলেছে রাজনৈতিক অঙ্গনেও। ভুল তথ্যের প্রচার মার্কিন রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার মতো ঘটনার পুনরাবৃত্তি এড়াতে গত চার বছর ধরে কাজ করছে।

খবর-যুগান্তর
এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]