411

05/20/2024 ২৪ ফুটবলারের ১৮ জনই করোনা পজিটিভ

২৪ ফুটবলারের ১৮ জনই করোনা পজিটিভ

রাজটাইমস ডেস্ক

৯ আগস্ট ২০২০ ০১:৪২

সহকারী কোচসহ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাক পাওয়া ২৪ ফুটবলারের ১৮জনই কোভিড-১৯ পজিটিভ। এমন অবস্থায় হতাশ অবস্থা বিরাজ করছে দলটিতে।

এদিকে পরীক্ষা নিয়েও শুরু হয়েছে বেশ বিতর্ক। ৫ আগস্ট করোনা ‘নেগেটিভ’ নিয়ে ক্যাম্পে যোগ দেওয়ার দুই দিনের মধ্যেই সেই একই নমুনার ভিত্তিতে সাত খেলোয়াড়কে গতকাল বলা হয়েছে করোনা ‘পজিটিভ’! তাহলে ৫ আগস্ট কীভাবে তাঁদের ‘নেগেটিভ’ ধরে নিয়ে ক্যাম্পে তোলা হয় সেই প্রশ্ন উঠছে জোরালোভাবে।

অন্যদিকে, ঘটে যায় অবাক করার মত আরেক ঘটনা। ৬ আগস্ট দুই ফুটবলার ‘নেগেটিভ’ ফল জেনে বাসে গাজীপুরের ক্যাম্পে রওনা হওয়ার পর মাঝপথে গিয়ে জানতে পারেন ‘পজিটিভ’। উইঙ্গার রবিউলকে মাঝপথে বাস থেকেই নেমে যেতে হয়। এসবই করোনা পরীক্ষা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অব্যবস্থাপনার ফল।

বাফুফে পরিস্থিতি মোকাবেলায় সোমবার আবারও দলের ৩১ খেলোয়াড়ের করোনা পরীক্ষা করাতে যাচ্ছে। দলের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও এই পরীক্ষা করতে হবে। তবে এতেই শেষ নয়। ক্যাম্প চলমান থাকা অবস্থায় কয়েক দিন পর পরই খেলোয়াড় ও অন্যদের করোনা পরীক্ষা করার কথা বলছে তারা।

উত্থিত বির্তকের অবসান ঘটাতে শনিবার (৮ আগস্ট) অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘সোমবার একই দিনে দলের প্রতিটি খেলোয়াড় ও দল সংশ্লিষ্ট সবাইকে দুইটি হাসপাতালে করোনা পরীক্ষা করানো হবে। দুইটি হাসপাতাল থেকেই যদি কারও ব্যাপারে পাওয়া যায় ‘পজিটিভ’, তাহলে সে করোনা আক্রান্ত। দুইটি হাসপাতাল থেকে ‘নেগেটিভ’ আসলে, সে করোনা আক্রান্ত নয়। দুই হাসপাতালের ফলের মধ্যে গরমিল থাকলে দুই তিন দিন তাঁকে আবারও করোনা পরীক্ষা করানো হবে।

খবর-প্রথম আলো
এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]